Daily
লক্ষ্য, পৃথিবীর দুর্গমতম কোণায় নিজেদের ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া। আর সেই জন্যেই নতুন করে আরও ৫২ টি স্যাটেলাইট মহাকাশে পাঠালো এলেন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিটি প্রান্তে স্টারলিঙ্কের ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ার যাবতীয় প্রস্তুতি যত শীঘ্র সম্ভব করে ফেলতে চায় সংস্থা।
সবকিছু ঠিক থাকলে আগামী ২০২২ এর মধ্যে নিজেদের ইন্টারনেট পরিষেবা পৃথিবীর প্রতিটি কোণায় পৌঁছে দিতে চায় স্টারলিঙ্ক। সেই কাজে সাফল্যের জন্য স্পেস-এক্স -এর রকেটে চড়ে এবার অন্তরীক্ষে পৌঁছলো স্টারলিঙ্কের আরও ৫২টি ইন্টারনেট স্যাটেলাইট। গত শনিবার ভারতীয় সময় ৬:১১ মিনিটে ক্যালিফোর্নিয়ায় উপকূলীয় ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেসএক্সের এই রকেট উত্ক্ষেপন করা হয়। এই নিয়ে এলেন মাস্কের এই সংস্থাটি ৩৪তম বারের জন্য পৃথিবীর নিম্ন অক্ষে স্যাটেলাইট পাঠাতে সফল হল।
ইতিমধ্যেই সংস্থাটি আলাদা আলাদা দেশের সরকারি ছাড়পত্র আদায়ের কাজ শুরু করে দিয়েছে। এদিকে গত রবিবারও স্টারলিঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে তুরস্কীয় কমিউনিকেশনের আরেকটা স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করার উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে।
ব্যুরো রিপোর্ট