Daily
সাবধান হোন! সচেতন হোন! জলবায়ু পরিবর্তনের মারাত্মক শিকার হতে চলেছে গোটা বিশ্ব। গলছে বরফ, চড়ছে পারদ। সেই বিভীষিকাময় দিন ঘনিয়ে আসার লগ্ন প্রায় প্রস্তুত। আর মাত্র ২৫-৩০ বছরের মধ্যে আর জল পাবে না ভারত। বলা ভালো, জল পাবে না গোটা বিশ্বের ৫০০ কোটি মানুষ। রাষ্ট্রসংঘের অধীনস্থ ওয়ার্ল্ড মেটিরিওলজিক্যাল অর্গানাইজেশনের সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, ক্রমেই উষ্ণতর হচ্ছে পৃথিবী। যার জেরে পৃথিবীর জলস্তর উদ্বেগজনকভাবে নিচে নামছে।
বিগত ২০ বছরে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের ঠিক নীচের স্তর, বরফ ও তুষারে জমা জলস্তর প্রতি বছরে ১ সেন্টিমিটার করে নেমে যাচ্ছে। আর সেটা ২০১৮ সালেই ভালো মতন টের পেয়েছেন বিশ্বের ৩৬০ কোটি মানুষ। বছরে এক মাস তাঁরা এক ফোঁটাও জল পাননি। এই সাংঘাতিক পরিস্থিতি দ্রুত সামাল দিতে না পারলে ছিটেফোঁটা জল পাবে না ভারতসহ গোটা বিশ্বের ৫০০ কোটি মানুষ। চরম জলাভব দেখা দেবে ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য, উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম অংশ, উত্তর ও দক্ষিণ আফ্রিকা, মধ্য এশিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ায়।
প্রকৃতির আচরণে বদল আসছে। নিয়ম মেনে বৃষ্টি হচ্ছে না। বন্যায় ভাসছে পৃথিবীর একাধিক প্রান্ত। ক্ষতি হচ্ছে চাষে। দেখা দিচ্ছে খাদ্যসংকট। নিঃশব্দে ফুরিয়ে আসছে পৃথিবীর পানীয় জলের ভাঁড়ার। ২০১৮ সালে একমাস টানা জলাভাবে ছিল ৩০৬ কোটি মানুষ। আগামী ২০৫০ নাগাদ সেই সংখ্যাটা পৌঁছবে ৫০০ কোটিতে। লাগাতে হবে প্রচুর গাছ। অবিলম্বে রাষ্ট্র এর ব্যবস্থা না নিলে, কিচ্ছু করার থাকবে না রাষ্ট্রের।
ব্যুরো রিপোর্ট