Daily

রাজ্যে অব্যাহত টিকা সংকট। ফলে টিকাদান প্রক্রিয়াও খুব একটা মসৃণভাবে এগোচ্ছে না। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই কেন্দ্রের প্রতি অসন্তোষ প্রকাশ করে এসেছেন। বারবার ব্যহত হচ্ছে টিকা দান কর্মসূচিও। এরই মধ্যে ঝড়ে আটকে পড়া ৫০ হাজার ভ্যাকসিন এসে পৌঁছল রাজ্যে। বিকেলে আসবে আরও ২ লক্ষ।
জানা গিয়েছে, ৫০ হাজার কো-ভ্যাকসিন রাজ্যে আসার কথা ছিল বুধবার। কিন্তু ঝড়ের আবহাওয়া থাকায় বন্ধ রাখা হয়েছিল বিমান চলাচল। তার জেরে আটকে যায় সেই প্রক্রিয়া। কিন্তু দুর্যোগ কাটতেই রাজ্যে এসে পৌঁছল সেই কো-ভ্যাকসিন। আজ শুক্রবার বিকেলে এসে পৌঁছবে আরও ২ লক্ষ কোভিশিল্ড।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই কেন্দ্রের পাঠানো এই ভ্যাকসিনের সংখ্যা নিয়ে সন্তুষ্ট নন। বারবারই তিনি দাবি করে এসেছেন, রাজ্যে যে পরিমাণ টিকার প্রয়োজন, সেই টিকা কোনভাবেই আসছে না। ফলে গোটা টিকাকরণ কর্মসূচি ধাক্কা খাচ্ছে প্রতিমুহূর্তে।
এখনও পর্যন্ত রাজ্যে বৃহস্পতিবার টিকা দেওয়া হয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৫৭৩ জনকে। রাজ্যে টিকাকরণ হয়েছে ১ কোটি ৩৭ লক্ষেরও বেশি মানুষের।
ব্যুরো রিপোর্ট