Daily

উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাতে “বারাসাত সদর হাসপাতালে” কোভিড আক্রান্ত রোগীদের জন্য গড়ে ওঠা ৫০ বেড সম্পন্ন “নাইট সেলটার ” ইউনিটের প্রস্তুতি প্রায় সম্পন্ন। নাইট সেলটার গুছিয়ে নিয়ে বারাসাত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পরিকাঠামো সুনিশ্চিত করে বেড বসানোর কাজ চলছে। দু একদিনের মধ্যে এখানে কোভিড রোগীদের ভর্তি ও চিকিৎসার কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন বারাসাত হাসপাতালের সুপার সুব্রত মন্ডল। পূর্বে পঞ্চাশ শয্যা বিশিষ্ট বেডের ব্যবস্থা ছিল, যেখানে ২৫ জন পুরুষ ও ২৫ জন মহিলার চিকিৎসার ব্যবস্থা ছিল । এখনও কোভিড সাসপেক্টদের চিকিৎসা চলছে এখানে । ভর্তি আছেন ২২ জন রোগী । সেই ব্যবস্থার পাশাপাশি এবার নাইট শেল্টার চালু হওয়া কিছুটা হলেও সুবিধা দেবে করোনা আক্রান্তদের। শুক্রবার দেখা গেল- বারাসাত হাসপাতালে ভ্যাকসিনেসনের বিভাগের সামনে উদগ্রীব মানুষের লাইন, সামাজিক তথা দৈহিক দূরত্ববিধি শিকেয়। আর এজন্য শনিবার থেকেই বারাসাত হাসপাতালের তরফে এবার থেকে মানুষকে সচেতন করতে লাউড স্পিকারের ব্যবস্থা করা হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগের ও বারাসাত হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বক্তব্য,কোভিডের দ্বিতীয় তরঙ্গ ভয়াবহ আকারে আছড়ে পড়ায় পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দরকার সার্বিক সচেতনতা।
অঙ্কিত মুখার্জি , বারাসত