Market
ভারতের ওয়ারেন বুফেট বলা হয় রাকেশ ঝুনঝুনওয়ালাকে। তিনি কোথায় বিনিয়োগ করবেন সেদিকে তাকিয়ে থাকেন দেশের হাজার হাজার বিনিয়োগকারী। কিন্তু আপনি কোথায় বিনিয়োগ করবেন, কিভাবে বিনিয়োগ করবেন? আর কিভাবেই বা সাফল্য পাবেন এই সব বিষয়ে সাতটি টিপস দিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। আসুন জেনে নেওয়া যাক বিগ বুলের সেরা ৫টি টিপস।
১। স্টকের মূল্যঃ
(রাকেশ ঝুনঝুনওয়ালা জানাচ্ছেন,) যে স্টকে আপনি বিনিয়োগ করতে চাইছেন সেই স্টকের মূল্যকে সম্মান দিতে হবে। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ঠিক, ভুলের বিষয় আসবে পরে। সবার আগে প্রয়োজন স্টকের দামের গুরুত্বকে সম্মান দেওয়া।
২। বিনিয়োগকারীকে আশাবাদী হতে হবেঃ
যখনই বিনিয়োগ করবেন বলে ভাববেন, তখন কিন্তু আশাবাদী হওয়া বিশেষ প্রয়োজন। বাজার খারাপ থাকলেও পরিস্থিতি একদিন ঠিক হবেই। যে কারণে বিনিয়োগকারীকে ধৈর্য ধরতে হবে।
৩। আবেগপ্রবণ হবেন নাঃ
বিনিয়োগ করতে গেলে আবেগপ্রবণ হওয়া যাবে না। মাথা খাটিয়ে কোন স্টকে বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব, শুধু সেদিকে খেয়াল রাখা প্রয়োজন।
৪। ধার করে বিনিয়োগ নয়ঃ
শেয়ার বাজারে বিনিয়োগ অবশ্যই করবেন। কিন্তু ধার করে নয়। বরং বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করুন। তবেই আসবে সাফল্য।
৫। বিনিয়োগ করলে ভুল হবেইঃ
(বিগ বুলের পরামর্শ হচ্ছে,) যদি শেয়ার বাজারে আপনাকে বিনিয়োগ করতেই হয় সেক্ষেত্রে ভুল হতেই পারে। কিন্তু তাই বলে ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। বরং বিনিয়োগ করার সময় যদি ভুল হয়েও যায়, সেখান থেকে শিক্ষা নিয়েই পরবর্তী বিনিয়োগ করতে হবে।