Daily

একটা সময় ছিল যখন পাখি শিকারের রেওয়াজ ছিল দারুণ। তারপর অবশ্য বদলেছে সময়, বদলেছে মানুষের ভাবনা চিন্তা। এখন অকারণ পাখি শিকার শাস্তিযোগ্য অপরাধ। তাই গোটা পৃথিবী জুড়েই কমেছে পাখি শিকারের মাত্রা। কিন্তু উন্নয়নের ঠ্যালায় পৃথিবীতে কমে আসছে বনাঞ্চল। ফলে ঠাঁই পাচ্ছে না পাখিরা। এমতাবস্থায় পাখি প্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়, হয়ত বাসস্থানের অভাবেই একে একে বিলুপ্ত হয়ে যাবে পাখির একেকটি প্রজাতি।
কিন্তু আশার আলো দেখিয়েছে প্রসিডিংস অব দ্য ইউএস ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস। যেখানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে বর্তমানে পাখির সংখ্যা প্রায় পাঁচ হাজার কোটির মত।
অবিশ্বাস্য মনে হলেও পাখি প্রেমীদের জন্য এই বিরাট সুখবরটি দিয়েছেন একদল অস্ট্রেলিয়ার বিজ্ঞানী। তাঁরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ৯ হাজার ৭০০ প্রজাতির পাখির ওপর তাঁরা এই পরিশ্রম সাপেক্ষ গবেষণাটি চালিয়েছেন। সেই তথ্যের ওপর নির্ভর করে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, যে পাঁচ হাজার কোটি পাখি এখনও রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি হল হাউজ স্প্যারো বা চড়ুই পাখি এবং ইউরোপিয়ান স্টার্লিন।
যদিও আনন্দের খবর প্রকাশের পাশাপাশি রয়েছে উদ্বেগজনক খবরও। কারণ বহু পাখি ইতিমধ্যেই বিলুপ্ত হবার পথে। যাদের মধ্যে রয়েছে কিউই এবং মেসাইটস।
ব্যুরো রিপোর্ট