Daily
দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি। প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে দেশের আইআইটি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা শেষ করে নিজের কেরিয়ারকে আরও উজ্জ্বল করার। আজ আমরা এমন ৫ জনের কথা বলব, যারা আজ আইআইটি প্রাক্তনী। একইসঙ্গে গোটা বিশ্বে তাঁরা উজ্জ্বল করেছেন ভারতের নাম।
সুন্দর পিচাইঃ
গুগল এবং অ্যালফাবেটের বর্তমান সিইও সুন্দর পিচাইয়ের আলাদা করে কোন পরিচয় দেওয়ার প্রয়োজন মনে হয় নেই। তবে সুন্দর পিচাই নিজে একজন আইআইটির প্রাক্তনী। আইআইটি খড়গপুরে তিনি বি.টেক করেছেন মেটালার্জি এনার্জির উপরে।
রঘুরাম রাজনঃ
দেশের অন্যতম খ্যাত অর্থনীতিবিদ, একইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর। তাঁর পুরো নাম রঘুরাম গোভিন্দা রাজন। ১৯৮৫ সালে তিনি আইআইটি দিল্লি থেকে পাশ করেছেন মেকানিকাল ইঞ্জিনিয়ার হিসেবে। সেরা ছাত্র হিসেবে পেয়েছিলেন ডিরেক্টর’স গোল্ড মেডেল।
দীপিন্দর গোয়েলঃ
দীপিন্দর গোয়েল ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোর অন্যতম ফাউন্ডার এবং সিইও। দীপিন্দর গোয়েল নিজেও আইআইটি দিল্লির ছাত্র ছিলেন। ২০০৫ সালে দীপিন্দর গোয়েল গ্র্যাজুয়েশন পাশ করেছেন ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং নিয়ে।
চেতন ভগতঃ
দেশের অন্যতম সেরা বিক্রিত বইগুলোর মধ্যে অন্যতম ফাইভ পয়েন্ট সামওয়ান, থ্রি মিসটেকস অফ লাইফ লিখে আপামর ভারতবাসীর মন জয় করেছেন লেখক চেতন ভগত। কিন্তু তিনি নিজেও একজন আইআইটি দিল্লির প্রাক্তনী এবং মেকানিকাল ইঞ্জিনিয়ার। একইসঙ্গে আইআইএম আহমেদাবাদ থেকে মাস্টার্স করেছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে।
জিতেন্দ্র কুমারঃ
পঞ্চায়েত সিরিজের নাম শোনেন নি, এমন দর্শক কিন্তু খুঁজে পাওয়া ভার। আর পঞ্চায়েত সিরিজের মুখ্য অভিনেতা জিতেন্দ্র কুমার কিন্তু নিজেও একজন আইআইটি প্রাক্তনী। আইআইটি খড়গপুর থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছেন। বর্তমানে তিনি আইআইটি খড়গপুরের হিন্দি টেকনোলজি ড্রামাটিকস সোসাইটির গভর্নর।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ