Trending

এই যুগে দাঁড়িয়ে প্রায় সকলেই ডেবিট বা ক্রেডিট কার্ডের ব্যবহার করে থাকেন। দেশের সেরা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহকদের সুবিধার্থে এবার নিয়ে এল ক্যাশব্যাক ক্রেডিট কার্ড। এবং এই ক্রেডিট কার্ডের প্রত্যেকটি লেনদেনে পাওয়া যাবে ৫ শতাংশ অবধি ক্যাশব্যাক।
‘SBI Card Sprint’ এর মাধ্যমে ডিজিটাল মাধ্যম থেকে গোটা দেশের গ্রাহকরা স্টেট ব্যাঙ্কে এই ক্রেডিট কার্ড পাবেন, এমনটাই জানানো হল এসবিআই এর তরফ থেকে। প্রত্যেক মাসে ১০ হাজার টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক পাওয়া যাবে বলে জানানো হয়েছে। ০২৩ সালের মার্চ মাস অবধি অতিরিক্ত কোনও ফি দিতে হবে না এই কার্ড নেওয়ার ক্ষেত্রে।
স্টেট ব্যাঙ্কের প্রেস বিবৃতি থেকে জানা গিয়েছে, অনলাইন কেনাকাটায় ক্যাশব্যাকের পরিমাণ ৫ শতাংশ অবধি হবে এবং প্রত্যেক কেনাকাটার ওপর অসংখ্যবার ১ শতাংশ ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। প্রত্যেক বছর ৯৯৯ টাকা দিয়ে কার্ডটি রিনিউ করাতে হবে। তবে ২ লক্ষ টাকা কার্ড ব্যবহার করে বছরের ব্যায় করলে ফি দেওয়ার দরকার নেই। সংস্থা সূত্রে জানা গিয়েছে জ্বালানির খবর, বাড়ি ভাড়া, ওয়ালেট রিচার্জ, অগ্রিম নগদ, মার্চেন্ট ইএমআই, ব্যালেন্স ট্রান্সফার, এনক্যাশ ও ফ্লেক্সি পে-তে পাওয়া যাবে না কোনও ক্যাশব্যাক ।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ