Market
কপালে চোখ ওঠার মত রিপোর্ট প্রকাশ করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্র-রাজ্য সরকারগুলি যখন একাধিক প্রকল্প চালু করছে ঠিক তখন রিজার্ভ ব্যাঙ্কের এই রিপোর্ট প্রকল্পগুলির ভবিষ্যতের ওপর আছড়ে পড়ল বিনা মেঘে বজ্রপাতের মত। দেশের বিপুল সংখ্যার অনগ্রসর শ্রেণির মানুষের জন্য চালু হয়েছে বিভিন্ন প্রকল্প। আর্থিকভাবে তাঁদের স্বাবলম্বী করতে এই প্রকল্পগুলোই যেন শিবরাত্রির সলতে। তার জন্য ব্যাঙ্ক, বিমার মত গুরুত্বপূর্ণ পরিষেবাকে যুক্ত করার প্রয়োজনীয়তা পড়েছে এই সকল মানুষগুলোর। কিন্তু আদৌ কি সমস্ত অনগ্রসর শ্রেণির মানুষেরা এই পরিষেবাগুলির আওতাভুক্ত হতে পেরেছেন?
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, দেশের প্রায় ৪৬% নাগরিক ব্যাঙ্ক, বিমার মত পরিষেবাগুলির আওতার বাইরে। আর তারপরেই প্রশ্ন উঠছে, তাহলে কেন্দ্র থেকে রাজ্য সরকার যে ঢাক পিটিয়ে অনগ্রসর মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে তা কতটা যুক্তিগ্রাহ্য?
মোদী জমানায় চালু হওয়া জনধন প্রকল্প বা অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পগুলি এখন দেশের পিছিয়ে পড়া মানুষগুলিকে আগামী দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে জ্বালানি হিসেবে কতটা কাজ করেছে? দেখা যাচ্ছে, জনধন প্রকল্পের আওতাভুক্ত হতে পেরেছেন ৪২.৮৯ কোটি গ্রাহক। কিন্তু প্রশ্ন উঠছে যেখানে ৪৬% মানুষেরাই ব্যাঙ্ক, বিমার মত পরিষেবাগুলোর সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলতে পারেননি, সেখানে দাঁড়িয়ে প্রকল্পগুলো আদৌ কি এই সকল অনগ্রসর শ্রেণির মানুষগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারছে? আর যারা হচ্ছে না তাদের জন্য আর কোন ব্লুপ্রিন্ট সরকারের কাছে তৈরি আছে কিনা, সেটাই এখন দেখার।
ব্যুরো রিপোর্ট