Daily

বাঁকুড়ার বিজেপি শিবিরে ধস।একধাক্কায় সাড়ে ৪ হাজার বিজেপি নেতৃত্ব সহ কর্মীরা যোগদান করল তৃণমূলে। বিধানসভা নির্বাচনের আগে যে ছবি দেখা গেছিল এবার সেই একই ছবির প্রতিফলন ঘটল এখানে।
আজ বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের বিভিন্ন অঞ্চলের ১১০০ পরিবারের ৪৫০০ বিজেপি সমর্থিতরা ফিরল তৃণমূলে। বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরার হাত ধরে তৃণমূলে যোগদান। এত বড় অঙ্কের মানুষের শিবির বদল সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। শ্যামল সাঁতরার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার মানুষের জন্য আর কেউ ভাবছেন না।
উল্লেখ্য, বিজেপি শিবির থেকে এত বড় সংখ্যার সমর্থকদের তৃণমূলে যোগদান নিঃসন্দেহে প্রশ্ন তুলে দিল, আদৌ কি বিজেপি ভাঙন রোধ করতে যথেষ্ট সক্ষম হবে? একদিকে যখন তৃণমূল শিবিরের ক্রমশ শক্তিবৃদ্ধি হচ্ছে তখন অন্যদিকে বিজেপির শক্তিক্ষয়। তবে কি বিজেপির প্রতি ক্রমশই আস্থা হারাচ্ছে মানুষ? এই প্রশ্নটাও উঠতে শুরু করেছে।
আব্দুল হাই, বাঁকুড়া