Daily
করোনা অতিমারির জেরে, মাঝে ঠিক এক বছরের বিরতি। তবে সেই আগের মতই উচ্ছ্বাস বজায় রয়েছে বইপাগলদের মধ্যে। আর ঠিক তাই জন্যই ৪৫ তম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আসর জমে উঠলো বেশ ভালোরকম। বিধাননগর সেন্ট্রাল পার্কেই অনুষ্ঠিত হচ্ছে এবছরের বইমেলা। চলবে ১৩ মার্চ পর্যন্ত।
এবারের বইমেলার সাজ বাংলাদেশ। শতবর্ষে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম হচ্ছে বাংলাদেশ। আগামী ৩ এবং ৪ মার্চ পালিত হবে বাংলাদেশ দিবস হিসেবে। কাঁটাতার আলাদা করেছে দুই বাংলাকে। আলাদা করতে পারেনি দুই দেশের ভাষা, সংস্কৃতি এবং বইমেলা নিয়ে আবেগকে।
১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিবর রহমানের দেওয়া ভাষণের কথা মাথায় রেখেই বাংলাদেশের জন্য বিশেষভাবে যে প্যাভেলিয়নটি তৈরি করা হয়েছে। এছাড়াও এবারের বইমেলা সেজে উঠেছে বিখ্যাত সমস্ত প্রকাশনীর স্টল, লিটল ম্যাগাজিনের স্টল, খাবার দোকান সহ মোট ৬০০ টি স্টল নিয়ে।
দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকছে আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গন। আর মেলায় যাওয়া সাধারণ মানুষের যাতে রাতে ফিরতে কোন সমস্যা না হয়, সেই জন্য বাস পরিষেবার উপর বিশেষ নজর দিয়েছে পরিবহণ দপ্তর। সব মিলিয়ে এক বছরের বিরতি শেষে এবারের বইমেলা যে বেশ জমজমাট হতে চলেছে, সেটা বলাই যায়।
বিক্রম লাহা
কলকাতা