Daily

আব্দুল হাই, বাঁকুড়াঃ হোলির দিন ম্লান হয়ে এলো বাঁকুড়ার বড়জোড়া। দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল চার কিশোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার হোলি খেলার পর দশ বারোজন দামোদরে স্নান করতে নামে। সেই সময় আচমকা চারজন কিশোর দামোদরের জলে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত হয় বড়জোড়া থানার পুলিশ। তারপর স্থানীয় মৎস্যজীবীদের সাহায্যে উদ্ধার করা হয় ঐ চার কিশোরকে। বড়জোড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে ঐ চারজনকে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। মৃতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। নাম- অভিরাজ গুপ্তা। বছর পনেরোর ঐ কিশোর দুর্গাপুর করঙ্গো পাড়ার বাসিন্দা। উৎসবের দিনে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনার ফলে এলাকায় ব্যপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ।