Daily

হাজারো সচেতনতা জারি করা হলেও হুঁশ ফিরছে না আমজনতার। করোনার এই ভয়াল থাবাতেও বিন্দুমাত্র সতর্ক হচ্ছেন না অনেকেই। করোনা বিধিকে তুড়ি মেরে উড়িয়ে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন ইতিউতি। ডায়মন্ড হারবার শহরে বাজার হাট খোলা থাকলেও মাস্কের দেখা মিলল না অনেকের মুখেই। মানা হয় নি সামাজিক দূরত্ব বিধিও।
তাই রাজ্য সরকারের আংশিক লকডাউন পালনে ডায়মন্ড হারবারের মহকুমা শাসকের নেতৃত্বে নেমে পড়ল এনফোর্সমেন্ট টিম। শহরের ১১৭ নম্বর জাতীয় সড়কের দু’ধারে দোকানগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ পুলিশ-প্রশাসনের আধিকারিকরা অভিযানে নামতেই হুড়মুড় করে দোকান বন্ধ করে দিতে শুনে করেন ব্যবসায়ীরা। ১০টা বাজার পরই একের পর এক দোকান বন্ধ করে দেন মহকুমা শাসক নিজেই। এদিন আইন অমান্য করায় ৪ জনকে আটক করে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
রাজ্য সরকারের আংশিক লকডাউন অমান্য করে দোকান খুলে রাখায় বেশ কয়েকজন বিক্রেতাকে ধমক দেন মহকুমা শাসক। সরকারি নির্দেশিকা অনুযায়ী, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে৷ কিন্তু নিয়ম অমান্য করলে জাতীয় বিপর্যয় আইনে মামলা রুজু করা হবে বলেও জানান হয় নির্দেশিকায়। এদিন বাজারে আগত সাধারণ মানুষের হাতে মাস্কও তুলে দেন মহকুমা শাসকও।
নবাব মল্লিক, দঃ ২৪ পরগনা