Jobs

চাকরি খুঁজছেন? আপনার স্বপ্নের চাকরি এবার হাতের নাগালে। মাত্র কয়েকটা ধাপ পেরোলেই, স্বপ্নের চাকরি আপনার হাতের নাগালে। ইন্ডিয়ান এয়ার ফোর্সের চাকরি, স্বপ্নের চাকরিই বটে। এবার ৩১৭ টি শূন্যপদ নিয়ে চাকরির ডালি সাজিয়ে বসেছে ইন্ডিয়ান এয়ার ফোর্স। কিভাবে আবেদন করবেন? কবে করবেন? এবং কোথায় করবেন? রইল বিস্তারিত।
মূলত আইএএফ আফকাট- এর আওতায় নিয়োগ করা হবে প্রার্থীদের। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। চলবে মাসের এক্কেবারে শেষ অবধি। অর্থাৎ ৩০ ডিসেম্বর অবধি। আবেদন পত্র পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটেই। সাধারণ প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে দিয়ে হবে ২৫০ টাকা। তবে এনসিসি স্পেশ্যাল এন্ট্রিদের জন্য কোনও আবেদন ফি লাগবে না। কোর্স শুরু হবে ২০২৩ থেকে।
নিয়োগের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং বেতনক্রম নিয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। তবে অফিসিয়াল ওয়েবসাইটে যাবতীয় তথ্য রয়েছে। আর বয়সের সীমারেখা? ফ্লাইং ব্রাঞ্চের জন্য প্রার্থীদের বয়সসীমা ২০ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। আর গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের জন্য ২০ থেকে ২৬ বছরের মধ্যে হলে আপনিও আবেদন করতে পারেন আর পেতে পারেন সেই স্বপ্নের চাকরি।
ব্যুরো রিপোর্ট