Jobs

ক্লাস ১০ পাশ হলেই, ভারতীয় নৌসেনায় রইল কাজের সুবর্ণ সুযোগ। করোনা পরিস্থিতি থেকে সেরে উঠছে বিশ্ব। সেরে উঠছে দেশ। ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। হাওয়া লাগছে কর্মসংস্থানের পালে। আর এরই মধ্যে খুশির খবর দিল ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌসেনার সেলার পদে কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৯ শে অক্টোবর থেকেই। আবেদন করা যাবে অনলাইনে। ভিজিট করতে হবে নৌসেনার অফিসিয়াল ওয়েবসাইটে। সর্বসাকুল্যে ৩০০ জনকে নিয়োগ করবে নৌসেনা। তবে আবেদনকারীর প্রত্যেককেই অবিবাহিত হতে হবে। ন্যূনতম দশম শ্রেণী পাশ করতে হবে তাদের। ১লা এপ্রিল থেকে ৩১ শে মার্চ ২০০৫ – এর মধ্যে যাদের জন্ম, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ২রা নভেম্বর।
লিখিত এবং শারীরিক উভয় পরীক্ষার মাধ্যমেই বাছাই করে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে। লিখিত পরীক্ষায় বিজ্ঞান ও অঙ্ক বিষয়ক কিছু প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীরা হিন্দি এবং ইংরেজির মধ্যে যেকোনো একটি ভাষাতে পরীক্ষা দিতে পারেন। ট্রেনিং চলাকালীন তারা বেতন পাবে ১৪,৬০০ টাকা। আর ট্রেনিং শেষ হওয়ার পর প্রতিরক্ষা বিভাগের ম্যাট্রিক্স লেভেল ৩ অনুযায়ী ২১ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন।
ব্যুরো রিপোর্ট