Daily

অতিমারির মধ্যেই নতুন করে চিন্তা বাড়াচ্ছে জিকা ভাইরাস। কেরলে আরও নতুন করে তিন রোগীর শরীরে পাওয়া গিয়েছে জিকা ভাইরাস। এই নিয়ে দক্ষিণের এই রাজ্যটিতে জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ জন। জানা গিয়েছে, আক্রান্ত রোগীদের মধ্যে একজন শিশুও রয়েছেন।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, ২২ মাসের একটি শিশু আক্রান্ত হয়েছে জিকা ভাইরাসে। এছাড়া ৪৬ বছরের এক ব্যক্তি এবং ২৯ বছরের এক স্বাস্থ্যকর্মী।
তিরুবনন্তপুরম ত্রিশূর এবং কোজিকোড মেডিকেল কলেজ ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে জিকা পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে ২৭ জনের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। তাঁদের মধ্যে ২৬ জনের রিপোর্ট এসেছে নেগেটিভ। এছাড়াও তৃতীয় ব্যাচের আটটি নমুনার মধ্যে আরও দুটি রিপোর্ট পজিটিভ এসেছে।
প্রসঙ্গত উল্লেখ্য কেরালাতেই আবার জিকা ভাইরাসের সন্ধান পাওয়া গেল। গত ৯ জুলাই ২৪ বছর বয়সী এক গর্ভবতীর দেহে এই ভাইরাসের সন্ধান পাওয়া যায়। আপাতত তিনি ভর্তি রয়েছেন তিরুবনন্তপুরমের এক হাসপাতালে। জিকা হল একটি মশা বাহিত রোগ। এডিস মশার মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে। এমনিতে জিকা ভাইরাস তেমন একটা ভয়াবহ শারীরিক ক্ষতি না করলেও গর্ভবতীদের জন্য যথেষ্ট উদ্বেগ ডেকে আনতে পারে জিকা।
ইতিমধ্যেই কেরলে জিকা ভাইরাস পরীক্ষার জন্য আরও পরীক্ষাকেন্দ্র বাড়ানোর কাজ চলছে। রাজ্যের মোট ২৭টি ল্যাবে চলছে জিকা ভাইরাস পরীক্ষার কাজ।
ব্যুরো রিপোর্ট