Prime
Daily
নতুন তিনটি সিএনজি পাম্প বসতে চলেছে শহরে
By sanchitabpn21 | August 27, 2021
Daily
নতুন তিনটি সিএনজি পাম্প বসতে চলেছে শহরে। পেট্রোল ডিজেলের গ্যালপিং গতির সাথে পেরে উঠছে না আমজনতা। এবার তাই সিএনজিতেই আস্থা রাখছেন অনেকে।
ইতিমধ্যেই ২ টি সিএনজি পাম্প বসানো রয়েছে শহরে। একটি গড়িয়া এবং অন্যটি নিউটউন অ্যাকশন এরিয়াতে। এবার কসবা-কল্যাণী-বেলঘরিয়াতে আরও তিনটি সিএনজি পাম্প বসানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। চলছে কাজ। সম্ভবত পুজোর আগেই কাজ শেষ করে ফেলতে পারেন তারা।
সম্প্রতি ডব্লুবিটিসি-র পক্ষ থেকে সিএনজি চালিত দুটি বাসের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। যা পরীক্ষামূলকভাবে নবান্ন থেকে সল্টলেক রুটে চালানো হচ্ছে। এছাড়াও এসবিএসটিসি-র তরফে শহরে চলছে একটি বাস যা কলকাতা থেকে দুর্গাপুর পর্যন্ত যাতায়াত করছে। পরীক্ষা সফল হলে আরও ১০০টি নতুন সিএনজি বাস চালাবে রাজ্য।
ব্যুরো রিপোর্ট