Market

করোনার গ্রাসে এমনিই হারিয়ে গেছে বহু মানুষের কাজ। প্রতিদিনই বেড়ে চলেছে বেকারত্বের সংখ্যা। এর মধ্যেই আরও উদ্বেগ বাড়াল ব্যাঙ্ক অফ আমেরিকার রিপোর্ট। যেখানে বলা হয়েছে, ভারতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চাকরি হারাতে পারেন প্রায় ৩০ লক্ষ কর্মী। আর এই খবর প্রকাশ পাওয়ার সাথে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের কর্পোরেট জগতে।
ব্যাঙ্ক অফ আমেরিকার রিপোর্ট অনুযায়ী, আগামী ২০২২ সালের মধ্যে টিসিএস, উইপ্রো, ইনফোসিস, কগনিজেন্ট, এইচসিএল, টেক মাহিন্দ্রা সহ একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করতে পারে। যে সকল ক্ষেত্রে কম দক্ষতার পরিষেবার প্রয়োজন পড়ে, কর্মী ছাঁটাই মূলত হবে সেখান থেকেই। পরিবর্তে ব্যবহার করা হবে আরও উন্নত প্রযুক্তি যার নাম রোবট প্রসেস অটোমেশন।
উল্লেখ্য, দেশে প্রায় ১.৬ কোটি মানুষ সরাসরি কর্পোরেট দুনিয়ার সঙ্গে জড়িত। বিপুল সংখ্যার কর্মীরা এই খবর পাওয়ার পর থেকেই কার্যত আতঙ্কে ভুগতে শুরু করে দিয়েছেন। প্রযুক্তির উন্নতি যে এভাবে অসংখ্য কর্মদক্ষ মানুষের জীবনে অশনি সংকেত বয়ে আনবে কে জানত? তবে, শিয়রে বিপদ শুধু ভারতীয় কর্মীদের ওপরেই নয়, আমেরিকাতেও কাজ হারাতে পারেন ১০ লক্ষ কর্মী।
ব্যুরো রিপোর্ট