Daily

চাষের জমিতে যাওয়া তাদের আর হল না। নিয়ন্ত্রন হারিয়ে কালভার্টের নিচে ট্র্যাক্টর চলে যাওয়ায় অসময়েই চলে গেলো তিন তিনটে তরতাজা প্রান। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লাফাবাড়ি বুড়ি তোর্ষা নদীর তীরে নবীনের দোলা গ্রাম এলাকায়। নিহতদের নাম মোসলেম মিঞা (২৬), অমিত বর্মন (১৯) এবং হরিবল বর্মন (১৯)।
চাষের জমিতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে কালভার্টের নীচে পরে যায় ট্র্যাক্টরটি। আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় লোকজন। দীর্ঘ চেষ্টার পর ট্রাক্টরের নীচে থেকে তিন যুবককে বের করেন গ্রামবাসীরা।ওই তিন জনকে ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। মৃতদেহ গুলি ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠান হয়েছে।
ব্যুরো রিপোর্ট