Daily

টেকনিক্যালি বরাবরই এগিয়ে চীন। তবে মহাকাশ গবেষণাতেও পিছিয়ে নেই তারা। রেকর্ড গড়ছে, আবার নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙছে। আগেই রোভার পাঠিয়েছিল মঙ্গলে। এবার নতুন মহাকাশ স্টেশন তিয়াংগংয়ে পাঠাল তিন মহাকাশচারীকে। সেখানে তিন মাস থাকবেন তারা।
স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে গোবি মরুভূমির নিকটস্থ জিউকুয়ান লঞ্চ সেন্টার থেকে তিন মহাকাশচারীকে নিয়ে রওনা দেয় লং মার্চ-২এফ রকেট। মাত্র ১০ মিনিটের মধ্যে পৃথিবীর কক্ষপথে পৌঁছে যায়। এরপর রকেট থেকে মহাকাশ যান আলাদা হয়ে যায়। পাশাপাশি মহাকাশ যানের বাইরের ক্যামেরা ব্যস্ত পৃথিবীর ছবি তুলতে। সবকিছু সফলভাবে মিটতেই মহাকাশ গবেষণা কেন্দ্রে স্বস্তির সঙ্গে চলে উল্লাস।
গত পাঁচ বছরে এই প্রথম মানুষ সমেত মহাকাশ যান পাঠাল চীন। স্থানীয় এক টিভি চ্যানেল থেকে সরাসরি শেনঝৌ-১২ নামক স্পেস ক্র্যাফটের ভেতরের দৃশ্য দেখানো হয়েছে। সেখানে দেখা যায়, মহাকাশ যানে শরীর চর্চার জন্য রাখা আছে একটি স্পেস-ট্রেডমিল। একটি সাইকেলও রাখা আছে সেখানে। পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপনের জন্য রয়েছে আলাদা ঘর। রয়েছে ভিডিও কল এবং ইমেইল করার যাবতীয় সুবিধে। জানা গিয়েছে চীনের ইতিহাসে এটাই প্রথম মানুষ নিয়ে সবথেকে বেশি দিনের মহাকাশ প্রোগ্রাম।
ব্যুরো রিপোর্ট