Jobs

সরকারি চাকরির সুবর্ণ সুযোগ। ২৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর টেকনিক্যাল সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করতে চলেছে ডাক বিভাগ। গত ১৬ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন অনলাইনেই। বিশদে জানতে ক্লিক করুন এখানে www.indiapost.gov.in।
আবেদন শেষ হয়ে যাবে ১৫ ডিসেম্বর। প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৫৬-র মধ্যে। বেতন পরিকাঠামো সম্মন্ধে বিস্তারিত কিছু জানানো না হলেও বলা হয়েছে যে প্রার্থী নির্বাচন করা হবে ডেপুটেশনের ভিত্তিতে। প্রার্থীদের কম্পিউটার সায়েন্স- এ ডিগ্রি এবং ১ বছরের ডিপ্লোমা থাকা আবশ্যিক। এছাড়াও নির্দিষ্ট বিভাগে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত বা অধীনস্থ ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যুরো রিপোর্ট