Prime
Daily
করোনা আক্রান্ত ২৮টি হাতি
By Business Prime News | June 10, 2021
Daily
এবার হাতির শরীরে মিললো করোনার উপস্থিতি। ভাইরাসের জেরে রীতিমতো নাজেহাল মানুষ। প্রাণ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ। করোনার চোখ রাঙানি থেকে বাদ পড়লো না অন্যান্য প্রাণীও। বাঘ, সিংহ কুকুর এর শরীরে আগেই মিলেছে এর উপস্থিতি।
তামিলনাড়ুর নীলগিরি জেলায় থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে ২৮টি হাতি করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে। ৮ জুন হাতিগুলির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় উত্তরপ্রদেশে। যার রিপোর্ট চলে আসবে কয়েকদিনের মধ্যে বলে জানান কর্তৃপক্ষ। এই মুহূর্তে তারা চিকিৎসাধীন।
এখন স্বভাবতই প্রশ্ন উঠেছে, তবে কি করোনার থাবা থেকে রেহাই নেই প্রাণীদেরও? যদিও ভ্যাকসিন তৈরিতে রয়েছে বিশেষ তৎপরতা। এমনকি ভ্যাকসিন তৈরিতে আরও দ্রুততা আনতে QUAD-এর মঞ্চকে ব্যবহার করছে ভারত। হয়তো শীঘ্রই আশার আলো দেখতে পারে দেশ।
ব্যুরো রিপোর্ট