Daily

আগামী ১১ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হচ্ছে প্রযুক্তি খাতের ২৫ তম বিশ্ব সম্মেলন। চলবে ১৪ নভেম্বর অবধি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ৪ দিন ব্যাপী এই বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে এই সম্মেলনে যোগদান করা যাবে।
তথ্য ও প্রযুক্তি খাতের এই সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত হবে এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের আন্তর্জাতিক সম্মেলন ‘ডাব্লিউসিআইটি ২০২১’। অনুষ্ঠানে সশরীরে এবং ভার্চুয়ালি দুইভাবেই যোগদান করার সুযোগ রয়েছে। বাংলাদেশের সংস্থা দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে এই সম্মেলন। বেসিস, বাক্কো, ই-ক্যাব এবং আইএসপিএবি সংস্থাগুলি সহযোগী সংস্থা হিসেবে রয়েছে।
চারদিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে মোট ২৩টি সেমিনার, মিনিস্ট্রিয়াল কনফারেন্স, বিটুবি সেশন। এদিন সম্মেলনের কথা ঘোষণার পাশাপাশি এই কথা জানান বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক।
ব্যুরো রিপোর্ট