Market

আগেই ট্যাঙ্কার মালিকদের ধর্মঘট উদ্বেগ তৈরি করেছিল রাজ্যের গণপরিবহনে। এবার ধর্মঘটের পথে হাঁটল পাম্প মালিকরা। আজ সকাল ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। যার দরুণ রাজ্যের প্রায় ২৫০০ পাম্প তেল বিক্রি স্থগিত রাখল। ফলে এই ২৪ ঘন্টায় গণপরিবহনে ব্যাপক সমস্যা তৈরি হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।
ধর্মঘটের কারণ হিসেবে বলা হয়েছে, পেট্রোল-ডিজেলের দাম মহার্ঘ্য হচ্ছে ঠিকই। তবে সেই অনুপাতে কমিশন বাড়েনি পাম্প মালিকদের। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করলেও পাওয়া যায়নি কোনরকম সুরাহা। আর তাই ধর্মঘটে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েল এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাম্পগুলি খোলা থাকলেও বন্ধ থাকবে ভারত পেট্রোলিয়ামের পাম্প। তার জেরেই ভোগান্তি পৌঁছতে পারে চরমে। যদিও পাম্প মালিকদের বক্তব্য, ধর্মঘট যে হবে তা হঠাৎ করে জানানো হয়নি। ফলে অসুবিধার মধ্যে পড়ার কথা নয় রাজ্যবাসীকে।
সমস্যার সমাধান পেতে মঙ্গলবার আবারও রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারেন পাম্প মালিকরা। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন। যদিও ধর্মঘটের আওতামুক্ত থাকছে জরুরি পরিষেবা।
ব্যুরো রিপোর্ট