Daily

একদিকে যখন নারদ কাণ্ডে মন্ত্রী বিধায়কদের জেলে পাঠানোর তোড়জোড় হচ্ছে, তখন অন্যদিকে করোনা আবহাওয়ায় আইন দেখাল একেবারে অন্য রূপ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা সংশোধনাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হল ২৫ জন বন্দিকে।
জানা গিয়েছে, করোনা আবহে বাড়বাড়ন্তের জন্যই ২৫ জন বন্দিকে তিনমাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। ঐ সংশোধনাগারে ৩২০ জন আসামীর মধ্যে ৮০ জন পুরুষ এবং ৪০ জন মহিলা বন্দির শরীরে ভাইরাসের অস্তিত্ব মেলে। তারপরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশোধনাগার সূত্রে জানান হয়েছে। জেলের ভেতরে দুটো ওয়ার্ড করা হয়েছে। বন্দিরা সেখানেই আছেন।
এদিকে মুক্ত সংশোধনাগারে রয়েছেন ২৬ জন আসামী। গত পরশুদিন সকালে ওদের কোভিড টেস্ট করান হলে রিপোর্ট পজিটিভ আসে এক জনের। বাকি ২৫ জনের রিপোর্ট নেগেটিভ হয়। এই অবস্থায় সকলকেই পুলিশি নিরাপত্তায় পাঠানো হয়েছে বাড়ি।
অনুপ জয়সওয়াল, উত্তর দিনাজপুর