Daily

কোভিড ঝড় কাটেনি এখনো। উৎপত্তির পর কেটে গেছে দীর্ঘ দেড় বছর। কিন্তু সুত্রের সন্ধান পাওয়া যায়নি সঠিকভাবে। তবে এবার আরও একবার সঠিক তদন্তের দাবি জানায় আমেরিকা সহ জি ৭-এ অন্তর্ভুক্ত দেশগুলি। যদিও ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর নেতৃত্বে জারি রয়েছে তদন্ত। এবার চীনা গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।
চিনের গবেষকরা নতুন ধরণের করোনার ভাইরাস সনাক্ত করার দাবি করেছেন যা কিনা ছড়ানোর আশঙ্কা, বাদুড় থেকে। একটি রিপোর্ট অনুযায়ী, নতুন আবিষ্কৃত করোনার ভাইরাসের প্রজাতি জিনগতভাবে কোভিড -১৯ ভাইরাসের খুব মিল থাকার কথা বলেছেন গবেষকরা। স্পাইক প্রোটিন ছাড়া এটির গঠন একই রকম। তারা বলেছেন, দক্ষিণ-পশ্চিম চিনে করোনার ভাইরাসের নতুন প্রজাতি আবিষ্কার থেকে জানা গেছে যে, বাদুড়ের শরীরে বিভিন্ন ধরণের করোনা ভাইরাস থাকতে পারে যা মানুষকে খুব দ্রুত সংক্রামিতও করতে পারে। এরকম প্রায় ২৪ প্রজাতির নতুন করোনা ভাইরাস আবিষ্কার করেছেন গবেষকরা।
একটি প্রতিবেদনে শানডং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, “আমরা বিভিন্ন প্রজাতির বাদুড় থেকে ২৪ ধরণের নোভেল করোনভাইরাস সংগ্রহ করেছি, যার মধ্যে চারটি ভাইরাস SARS-CoV-2 এর মতো।” নমুনা পরীক্ষার জন্য তারা ছোট বন ও পাহাড়ি অঞ্চল থেকে বিভিন্ন বাদুড়ের মূল-মূত্রের পাশাপাশি, ত্বক ও লালারসের নমুনাও সংগ্রহ করেন তারা। যদিও এখনো অজানা কোথায় এই ভাইরাসের উৎপত্তি। বিজ্ঞানীরা দাবি করছেন, উহান ল্যাব থেকে করোনার ছড়িয়ে পড়ার যে দাবি উঠেছিল সঠিক তদন্ত করা উচিত। সত্য সামনে আনার দাবিও জানিয়েছেন তারা।
ব্যুরো রিপোর্ট