Jobs

ভোপালের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বিভিন্ন পদে প্রায় ২৩৩ জন লোক নিচ্ছে। দেখে নেওয়া যাক কারা কোন পদের যোগ্য।
লোয়ার ডিভিশন ক্লার্কঃ যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাশরা কম্পিউটারে ইংরিজি টাইপিং এ মিনিটে অন্তত ৩৫ টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করার জন্য যোগ্য। বেসিক কম্পিউটার জানা থাকলে ভাল।
বয়সঃ ১৮ থেকে ৩০ এর মধ্যে
শূন্যপদঃ ৩২ টি ( জেনাঃ ১৩, ইডব্লিউএস ৩, ওবিসি ৯, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২ )
স্টেনোগ্রাফারঃ উচ্চমাধ্যমিক পাশরা শর্টহ্যান্ডে দক্ষ হলে আবেদনের উপযুক্ত। কম্পিউটারে ৫০ মিনিটের ট্রান্সক্রিপশন টেস্ট হবে। ইংরিজি ও হিন্দিতে কথা বলতে ও লিখতে জানলে ভাল।
বয়সঃ ১৮ থেকে ২৭ বছরের মধ্যে
শূন্যপদঃ ৩৪ টি ( জেনাঃ ১৪, ইডব্লিউএস ৩, ওবিসি ৯, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩)
জুনিয়র ওয়ার্ডেন ( হাউজ কীপার)ঃ যে কোন শাখার গ্র্যাজুয়েটরা জুনিয়র ওয়ার্ডেনের কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য।
বয়সঃ ৩০ থেকে ৪৫ এর মধ্যে
শূন্যপদঃ ১০ টি ( জেনাঃ ৬, ইডব্লিউএস ১,ওবিসি ২, তঃজাঃ ১)
প্রার্থীরা অনলাইনে ৩০ অক্টোবরের মধ্যে দরখাস্ত করতে পারবেন। বিস্তারিত জানতে www.aiimsbhopal.edu.in এ ক্লিক করুন।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ