Daily

এমনিতেই মানুষের হাতে পুঁজি কম। ওদিকে দরজায় কড়া নাড়ছে পুজো। এমন সময় উপহারের প্রলোভন এড়ানো খানিক কঠিন হয়ে পড়ে। আর যদি সেটা অ্যামাজন হয় তাহলে বিশ্বাসযোগ্যতায় ছন্দ কাটে না। কিন্তু সাবধান হবার সময় এসে গিয়েছে। কারণ ঠিক এই টোপ ব্যবহার করেই শহরের বুকে ছড়িয়ে পড়েছে বেশ কিছু ভুয়ো কাস্টমার কেয়ার।
মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ নিউ আলিপুরের এক ভুয়ো কাস্টমার কেয়ার সেন্টারে হানা দেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে ২২জনকে।
ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে তারা অস্ট্রেলিয়ায় এই অপারেশন চালাত। নিজেদের অ্যামাজনের কর্মী হিসেবে পরিচয় দিয়ে ক্যাশ ব্যাক বা টাকা উপহারের টোপ দেওয়া হত। পরিবর্তে চাওয়া হত টোকেন মানি।
টাকা হাতানোর জন্য তারা এনিডেস্ক বা টিমভিউয়ারের মত জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্যবহার করত। অপরাধীদের আইটি আইনের ৬৬, ৬৬সি, ৬৬ডি, ৮৪বি, ১২০বি, ৪৩, ৪৭১, ৪৬৮, ৪৬৫, ৪৬৭, ৪১৯ এবং ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার তাদের আলিপুর আদালতে তোলা হয়। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যুরো রিপোর্ট