Market

গত সাত বছরের রেকর্ডে এই প্রথম। শেয়ার বাজারে অভাবনীয় ক্ষতির মুখোমুখি হয়েছেন লগ্নি। বছর জুড়ে তোলপাড় হয়েছে ইক্যুইটি মার্কেট। সারাবছর ধরেই তীব্র পতনের মুখোমুখি হয়েছে প্রায় সমস্ত শেয়ারই। আর এমন পরিস্থিতি থেকে দ্রুত সামলে ওঠা বেশ কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
রাশিয়া তথা ইউক্রেন মহাযুদ্ধের আঁচ লেগেছে ভারত তথা ইন্টারন্যাশনাল মার্কেটে। এই দুই দেশের মহাযুদ্ধের প্রভাব আজ সুস্পষ্ট বিশ্বজুড়ে। দফারফা হয়েছে সরবরাহ প্রক্রিয়া। কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধি থেকে মূল্যবৃদ্ধি, তোলপাড় করেছে গোটা সিস্টেমটাকে।
চলতি বছরে এখনও পর্যন্ত বিএসই সেনসেক্স প্রায় ৭% পড়েছে। গত জানুয়ারির তুলনায় যে সংখ্যাটা প্রায় ১৮% এর কাছাকাছি। ২০২২ সালে পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর কোনো আশাই দেখতে পাচ্ছেন না, বাজার বিশেষজ্ঞরা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ