Daily

অবিশ্বাস্য হলেও সত্যি। সব ঠিক থাকলে আর মাসখানেকের মধ্যেই রাজ্য পেতে চলেছে তিন জোড়া পুরুষ এবং সঙ্গিনী সাত জোড়া বাঘিনী। অর্থাৎ মোট ২০টি বাঘ আনা হচ্ছে এই রাজ্যে। যা সম্ভবত এই রাজ্যে প্রথম। এই বাঘগুলিকে রাখা হবে আলিপুরদুয়ার বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে। আনা হবে অসম থেকে। কিন্তু কেন এই জঙ্গল? কারণ হিসেবে বলা হচ্ছে, অসম এবং বক্সার জঙ্গলের মধ্যে তেমন একটা পরিবেশগত ফারাক নেই। ফলে বাঘেদের মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হবে না। এমনকি তারা প্রজননও করতে পারবে শান্তিপূর্ণভাবে।
জানা গিয়েছে, এই জঙ্গলে বাঘেদের জন্য আলাদা একটা প্রজনন ক্ষেত্র তৈরির পরিকল্পনা রয়েছে। এবং জঙ্গলে বাঘের জন্য প্রয়োজন পড়ে পর্যাপ্ত খাদ্যের। আবার এতগুলো বাঘ যখন একসঙ্গে জঙ্গলে রাখা হবে, তখন তাদের খাদ্য ভান্ডারে ঘাটতি থাকলে চলবে না। বন দফতর সূত্রে খবর, বক্সার জঙ্গলে যথেষ্ট সংখ্যায় রয়েছে হরিণ, বাইসন, জংলি শূকর। ইতিমধ্যে জঙ্গলে পর্যটকদের পা কম পড়ায় আনাগোনা বেড়েছে অনেক।
প্রথম পর্যায়ে বক্সার জন্য বাঘ আনা হবে, দ্বিতীয় পর্যায়ে নেওড়াভ্যালির জন্য। জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জঙ্গল মিলিয়ে হাতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে বেড়েছে হাতি, বাইসন, হরিণ, গন্ডারের সংখ্যা। সব মিলিয়ে রাজ্যের জঙ্গলে একসঙ্গে এতগুলো বাঘ নিয়ে আসার প্রক্রিয়া এই প্রথম।
ব্যুরো রিপোর্ট