Daily

যোগাযোগ যাতে আরো সহজ এবং সময়সাপেক্ষ হয় তারই কাজ করছিল তারা। রোদ-ঝড়-বৃষ্টি কিছুতেই থামে নি তারা। তবে থেমে গেল দু-দুটো হৃদস্পন্দন।
বাংলা সিকিম রেলপথ সম্প্রসারণ প্রকল্পের কাজে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। মল্লির কাছে বৃহস্পতিবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয়েছেন আরও চারজন শ্রমিক। তাদের শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছে। গত কয়েকদিন যাবৎ শিলিগুড়িতে ও পাহাড়ে টানা বৃষ্টি চলছে। এর মধ্যেই জোর কদমেই চলছিল কাজ। তার মাঝেই বিপত্তি। মাটি ধসে যাওয়ায় মাটির তলায় চাপা পড়ে যান বেশ কয়েকজন শ্রমিক। অন্যান্য শ্রমিকরা তৎক্ষতাৎ মাটি সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
সেবক-সিকিম রেলপথ সম্প্রসারণ- একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প যা পরে নাথুলা পর্যন্ত বিস্তৃত হবে। ২০২৩ এর মধ্যেই এই প্রকল্প শেষ হওয়ার কথা। এই রেলপথ তৈরি হলে সিকিম থেকে পণ্য আদানপ্রদানের ক্ষেত্রেও যথেষ্ট সুবিধা হবে। এরইমধ্যে এই বিপর্যয় থমকে দিয়েছে কাজ। পরিস্থিতি সঠিক তদন্ত হওয়ার পর পুনরায় কাজ শুরু করা হবে বলে, রেল সূত্রে জনানো হয়েছে।
উৎপল পোদ্দার , শিলিগুড়ি