Prime
Daily
হাবরা থেকে ১৯২ কচ্ছপ উদ্ধার করল বনদপ্তর
By BPN DESK | January 15, 2022
Daily
বড়সড় সাফল্য পেল বন দফতর। গোপনসূত্রে খবর পেয়ে আজ ভোর রাতে হাবরা এলাকায় অভিযান চালিয়ে ১৯২টি কচ্ছপ উদ্ধার করলেন বন দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, কচ্ছপগুলি মূলত উত্তরপ্রদেশ থেকে এই রাজ্যে এসেছিল বলে জানা গিয়েছে। যদিও এখনো পর্যন্ত কোন ব্যক্তিকে গ্রেফতার করা করা সম্ভব হয়নি। তবে এই চক্রের সাথে কারা যুক্ত রয়েছে, সেই বিষয়ে পূর্ণ তদন্ত চালাচ্ছে বন বিভাগ।
বিক্রম লাহা
উত্তর ২৪ পরগনা