Daily

বসিরহাট মহকুমায় শনিবার পঞ্চম দফা নির্বাচন। ৬ টি, বিধানসভা এলাকায় ভোট গ্রহণ হবে । বসিরহাট হাই স্কুল, বসিরহাট কলেজ, মিনাখা বামুনপুকুর হাই স্কুল ও হাড়োয়া পি জি হাই স্কুল থেকে ইভিএম ভিভিপাট নিয়ে ভোট কর্মীরা শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ডি সি আর সি সেন্টার থেকে ভোটগ্রহণ কেন্দ্রের দিকে যাত্রা শুরু করেছেন । বৃহস্পতিবারই , সুন্দরবন লাগোয়া দুটি বিধানসভা হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালিতে ভোট কর্মীরা পৌঁছে গেছেন । উল্লেখযোগ্যভাবে মহিলা ভোট কর্মীরাও ২০২১ এর বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন। সকাল থেকে ডিসি অফিস সেন্টার গুলোতে কড়া নিরাপত্তা একদিকে যেমন দেওয়া হচ্ছে অন্যদিকে করোনার সচেতনতা বার্তাও দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার ও মাস্ক মজুত করা হয়েছে বলে জানা গেছে । এবার বসিরহাট উত্তরে – ৫ , বসিরহাট দক্ষিণে -৭ , মিনাখাঁয় -৩ ও হাড়োয়ায় ৪ জন , মোট ১৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার ভোট প্রদান করবেন ।
দেবস্মিতা মণ্ডল ,বসিরহাট