Daily

লাগামহীন করোনা সংক্রমণেও বেলাগাম কোভিড বিধি। রাস্তাঘাটে, বাজারে, দোকানে, ইতি-উতি মাস্ক হীন মানুষ এখন বাংলা তথা গোটা ভারতের কমন চিত্র। স্বাস্থ্যবিধি শিকেয় তুলে চলছে কুশল আদান-প্রদান এই ভরা কোভিডেও।
সমীক্ষা বলছে, দেশটির প্রায় ৫০ শতাংশ মানুষ মাস্কই ব্যবহার না। আর যারা মাস্ক পরেন, তাদের মধ্যে ৬৪ শতাংশ মাস্ক দিয়ে নিজেদের নাক ঢেখে রাখেন না। নিয়ম মেনে মাস্ক পরেন মাত্র ১৪ শতাংশ। গত বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সম্পাদক লব আগরওয়াল জানিয়েছেন, ‘‘কর্নাটক এবং পশ্চিমবঙ্গের মতো কিছু রাজ্যে সংক্রমণের হার ২৫ শতাংশের বেশি। যা উদ্বেগের বিষয়।’’সংক্রমণ ঠেকাতে দূরত্বিবিধি মেনে চলা এবং মাস্ক পরার বিষয়টি বার বার করে মনে রাখার কথা বলেন তিনি।
অতিমারির মধ্যে যখন সাধারণের উচিৎ সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলা, তখন জনগণের এই উপরি আতিথেয়তা চিন্তা বাড়াচ্ছে সরকারের।
ব্যুরো রিপোর্ট