Jobs

পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর স্টাফ নার্স, ডাটা ম্যানেজার ইত্যাদি বিভিন্ন পদে প্রায় ১৩৯ জন ছেলেমেয়ে নিয়োগ করতে চলেছে। দেখে নেওয়া যাক কারা কোন পদের জন্য উপযুক্ত।
স্টাফ নার্স- জি.এন.এম কোর্স পাশ যেসব প্রার্থীর নাম পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলে নথিভুক্ত তারা এই পদে আবেদনের যোগ্য। বিএসসি নার্সিং কোর্স পাশ করলেও তারা আবেদন করতে পারবেন। শুধু পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
বয়সঃ ৬২ বছরের মধ্যে
পারিশ্রমিকঃ মাসে ২৫০০০ টাকা
শূন্যপদঃ ৩৮ ( জেনাঃ ১৯, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ২,ওবিসি এ ক্যাটেগরি ৩, ওবিসি বি ক্যাটেগরি ২, ইডব্লিউএস ৪)চাকরি হবে আসানসোল ও দুর্গাপুর এমসি তে।
ব্লক ডাটা ম্যানেজারঃ যে কোন শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদনের যোগ্য। কম্পিউটারে এম এস অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সেস ও ইন্টারনেট বিষয়ক কাজে জ্ঞ্যান থাকতে হবে। এছাড়া সরকারি সংস্থায় অন্তত ৩ বছর এবং বেসরকারি সংস্থায় অন্তত ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
পারিশ্রমিকঃ মাসে ২২০০০ টাকা।
শূন্যপদঃ ৩ টি (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ইডব্লিউএস ১)
কাউন্সেলরঃ সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যানথ্রোপলজি, হিউম্যান ডেভেলপমেন্ট এর গ্র্যাজুয়েটরা এই পদের যোগ্য। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
বয়সঃ ৪০ বছরের মধ্যে
পারিশ্রমিকঃ মাসে ২০০০০ টাকা।
শূন্যপদঃ ৫ টি ( জেনাঃ৩, তঃজাঃ ১, ওবিসি এ ক্যাটেগরি ১)
১৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আরও বিস্তারিত জানতে www.wbhealth.gov.in ওয়েবসাইটে ক্লিক করুন।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ