Daily

তৃতীয় ঢেউয়ের আসল শিকার হবে শিশুরা। এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবার সেই উদ্বেগকে খানিকটা চড়িয়ে দিল জলপাইগুড়ি।
সেখানকার সদর জেলা হাসপাতাল সূত্রে খবর, গত শুক্রবার থেকে তিনদিনে ১৩৯ জন শিশুকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ফলে রাতেরা ঘুম উড়ে গেছে হাসপাতাল কর্তৃপক্ষের। শিশুদের প্রত্যেকের বয়স ২ বছর থেকে ৯ বছরের মধ্যে। যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে চালু করা হচ্ছে শিশুদের জন্য বিশেষ বিভাগ।
হাসপাতাল সূত্রে খবর, শিশুর সংখ্যা এভাবে বাড়তে থাকার কারণে ৪৫ শয্যার আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। যদিও করোনা টেস্ট করানো হলে এদের কারুরই রিপোর্ট এখনও পজিটিভ আসেনি।
জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ অন্যান্য ব্লকের পাশাপাশি কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ থেকেও জ্বরে আক্রান্ত শিশুদের ভর্তি করানো হচ্ছে জলপাইগুড়ির এই হাসপাতালে। তবে উপসর্গ করোনার মত ঠেকলেও চিকিৎসকদের দাবি, ঋতু পরিবর্তনই এর অন্যতম কারণ।
ব্যুরো রিপোর্ট