Market

প্রায় ১২০০ কোটি টাকার বিনিয়োগ আস্তে চলেছে রাজ্যের এমএসএমই সেক্টরে। এমনটাই জানা গেল বিজনেস নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল (বিএনআই) কলকাতা সিবিডি (এ) অ্যান্ড নর্থ এর উদ্যোগে কলকাতায় হওয়া বিজনেস অ্যান্ড বিয়ন্ড ২০২৩ সামিটে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে। অরগানাইজিং কমিটির চেয়ারম্যান অমিত শর্মা এই বিজনেস সামিটের শেষ দিনে জানিয়েছেন যে এবারে যে পরিমান অঙ্কের অর্থ বিনিয়োগের প্রস্তাব আনা হয়েছে তা আগের দুবারের থেকে অনেক গুণ বেশি।
অমিত বাবুর মতে এই সামিটে পেশ হওয়া সমস্ত চুক্তি অনুসারে সব মিলিয়ে প্রায় ৩০০০ কোটি টাকার ব্যবসা হবে। সংগঠকদের তরফ থেকে জানানো হয়েছে যে এবারের এই সম্মেলনে গার্মেন্টস,ইনটেরিয়র,মার্বেল, আইটি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং জুয়েলারি ক্ষেত্রে রাজ্যে সবথেকে বেশি বিনিয়োগ করার প্রস্তাব এসেছে।
বেসরকারি সংস্থা কিউ ইন্ডাস্ট্রিয়াল পার্ক হুগলীর ধনেখালি, তালচিনান এবং সিঙ্গুরে তিনটি শিল্প পার্ক তৈরি করতে চলেছে। বিভিন্ন ছোট শিল্প এখানে তাদের কারখানা গড়ে তুলবে। কিউ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডিরেক্টর (মার্কেটিং ও সেলস) ত্রিদিব দাস জানিয়েছেন এই সব কারখানায় বিনিয়োগ হবে প্রায় ৩৫০ কোটি টাকা।
সামিটে অংশগ্রহণকারী মারুধার মার্বেল অ্যান্ড গ্রানাইট এর পক্ষ থেকে জানা গেছে যে তারা রাজ্যের গ্রানাইট ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী। সংস্থার পার্টনার মনীশ কাসাত বলেছেন যে পুরুলিয়াতে গ্রানাইটের অনেক খনি পাওয়া গেছে। এই সব খনি রাজ্য সরকারের থেকে লিজে নেওয়ার পরিকল্পনা আছে তাদের। আগামী ৩-৬ মাসে পুরুলিয়াতে কারখানাও তৈরি করবেন তারা। লগ্নি হবে প্রায় ৩০ কোটি। প্রায় ৫০০ জন সরাসরি কাজ পাবেন।
এই সম্মেলনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রস্তাব হল কলকাতায় ট্যালির বিপিও সেন্টার। এই সেন্টার ম্যানেজমেন্ট এর দায়িত্বে রয়েছে ডাইনাভিশন টেকনোলজিস।সল্ট লেকের সেক্টর ফাইভে গড়ে উঠবে এই সংস্থা। লগ্নি হবে প্রায় ৫০ কোটি টাকা।এই বিপুল বিনিয়োগ হলে রাজ্যে কর্মসংস্থান যে ব্যাপক হারে বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ