Jobs

দশম বা দ্বাদশ পাশ করলেই কেন্দ্রীয় সরকারি চাকরির সুবর্ণ সুযোগ। সুযোগ করে দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। ২৩৫৭ টি শূন্যপদ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ডাক বিভাগ।
গত ২০ শে জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৯ শে আগস্ট পর্যন্ত। আবেদন করা যাবে অনলাইনে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন https://indiapost.gov.in, অথবা https://appost.in/gdsonline এই লিংকে ক্লিক করে।
গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আবেদন করা যাবে অনলাইনে। ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারেন। মেধার ভিত্তিতেই নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীকে।
আবেদনকারীরে ইংরাজি, অঙ্ক ও স্থানীয় ভাষায় পাশ মার্কস পেতে হবে। পাশ করতে হবে কেন্দ্র অথবা রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের অনুমোদিত বোর্ড থেকে। স্থানীয় ভাষা নিয়ে দশম শ্রেণী অবধি পড়ার যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে।
ব্যুরো রিপোর্ট