Market
টেলিকমে ১০০% পর্যন্ত বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিল মোদী সরকার। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। স্বাভাবিকভাবেই আগে যেখানে ৪৯% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদন ছিল, এখন থেকে ১০০% সেই অনুমোদন পাওয়া যাবে।
কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, চিন এবং পাকিস্তানকে স্বয়ংক্রিয় প্রক্রিয়ার কোন সুবিধা দেওয়া হবেনা যা গত বছর এপ্রিল মাসে চালু করেছিল মোদী সরকার। এমনিতেই স্বাস্থ্য পরিষেবা, খাদ্য প্রক্রিয়াকরণ, বিমান পরিবহন, খুচরো ব্যবসা ছাড়া গাড়ি বা তার যন্ত্রাংশ উৎপাদন, বৈদ্যুতি যন্ত্রাংশ উৎপাদনের মত বেশ কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদন আগে থেকেই দেওয়া হয়েছে। এবার তার সঙ্গে যুক্ত হল টেলিকম সেক্টরও।
আর্থিক বিশ্লেষকরা বলছেন, সেনসেক্সের রেকর্ড দৌড়ের কারণে টেলিকম শিল্পে প্রত্যক্ষ বিনিয়োগের সিদ্ধান্ত অনেকটা দায়ি। ইতিমধ্যেই শেয়ারের সূচক পৌঁছে গিয়েছে ৫৯ হাজারে। ৬০ হাজারে পৌঁছনো আর সময়ের অপেক্ষা। টেলিকম শিল্পে বিদেশি বিনিয়োগ আদৌ শিল্পের গতিকে মসৃণ করে কিনা সেটাই এখন দেখার।
ব্যুরো রিপোর্ট