Daily

সঞ্জয় চৌধুরী, মুর্শিদাবাদ ফরাক্কা: গরম পরতেই জলের সংকট দেখা গেলো মুর্শিদাবাদ ফরাক্কা বাহাদুরপুর এলাকায়, এলাকা বাসিন্দাদের অভিযোগ প্রতি বছর গ্রীস্মকাল পড়তে না পড়তেই ফরাক্কা বাহাদুরপুর এলাকায় জলের সংকট দেখা যায় , শুকিয়ে যায় কুঁয়ার জল, ইতি মধ্যে গ্রামের বেশিরভাগ কুঁয়ায় জল নেই বললেই চলে, এই গ্রামে প্রায় ১০০টি পরিবার বসবাস করে আর সেই পরিবারদের ভরসা এখন গ্রামের একটু বাইরে একটি মাত্র কুঁয়ায় , সেই কুয়ার জলই এখন এলাকা বাসিন্দারা পানীয় জল থেকে শুরু করে বাড়ির অন্যান্য কাজে ব্যবহার করেন ।
ফরাক্কা বাহাদুরপুর পাহাড়ি এলাকা আর তার জেরে এই এলাকায় টিউবকল বসানো যায় না, ফলে এই এলাকায় কুঁয়োর জলই ভরসা,কিন্তু গরম পড়তে না পড়তেই কুঁয়োর জল শুকিয়ে যাচ্ছে, ফলে কপালে চিন্তার ভাজ এলাকা বাসীদের । ভোট আসে আর যাই নেতারা আসে আর দিয়ে যাই প্রতুশ্রুতি কিন্তু এখনো অবধি হয়নি পানীয় জলের শুব্যবস্থা ।