Market
বাংলায় আমের জেলা বলা হয় মালদাকে। আমের পাশাপাশি এই জেলায় আমসত্ত্বের চাহিদা থাকে সবসময়ই ঊর্ধ্বমুখী। কিন্তু এবার মালদা জেলার আম ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। একইসঙ্গে আমসত্ত্ব ব্যবসায়ীরা পড়েছেন ভয়াবহ ক্ষতির মুখে। কারণ- দুর্যোগপূর্ণ আবহাওয়া। প্রবল বৃষ্টি আর ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ বহু আম গাছ। আর যে-কটি আম গাছ বেঁচে রয়েছে, তাই দিয়ে আমের চাহিদা কতটা মিটবে, সেটাই এখন দাঁড়িয়েছে প্রশ্নের মুখে। একইসঙ্গে আম সংরক্ষণ নিয়েও তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। ব্যবসায়ীরা মনে করছেন, আমের ফলনে ক্ষতির বহর যা বাড়ছে তাতে করে সাধারণের পকেটে ছেঁকা দিতে পারে আমসত্ত্বের দাম। বিক্রি করতে গিয়েও চরম সমস্যার মুখোমুখি হতে পারেন তাঁরা। আমসত্ত্বের ব্যবসায় ক্ষতির অঙ্কটা দাঁড়াতে পারে ১০০ কোটি টাকা মতন।