Trending

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের একদম দোরগোড়ায় যখন দাঁড়িয়ে গোটা দেশ , ঠিক তখনই সেই উপলক্ষে দারুণ অফার নিয়ে এলো Hero। ইলেকট্রিক সাইকেলের ওপর ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগের কথা ঘোষণা করলো Hero সাইকেলের বৈদ্যুতিক শাখা Hero Lectro। এই অফারের অধীনে, Hero Lectro-এর D2C পোর্টালের গ্রাহকরা HERO ই-সাইকেল ক্রয়ের ক্ষেত্রে পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত ক্যাসব্যাক।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ১২ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত যে গ্রাহকরা সাইকেল ক্রয় করবেন কেবল তারাই এই অফারের লাভ ওঠাতে পারবেন। এই ক্যাশবাক পাওয়ার জন্য ‘FREEDOM75’ এই কুপন কোড ব্যবহার করতে হবে। সমস্ত ক্রেতাদের মধ্যে বিজয়ী ৩ জন ক্রেতাকে সম্পূর্ণ বিনামূল্যে সাইকেল প্রদান করা হবে। এছাড়াও, এই অফারের পাশাপাশি ৭৫০ টাকার একটি ভাউচারও দেওয়া হবে ক্রেতাদের।
HERO LECTRO এর কাছে রয়েছে বিভিন্ন রেঞ্জের মধ্যে বিভিন্ন ধরনের সাইকেল, যার প্রারম্ভিক দাম শুরু হচ্ছে ২৮ হাজার ৯৯৯ টাকা থেকে। ভারতীয় পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ইলেকট্রিক সাইকেলগুলি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে Hero।
এই ইলেকট্রিক সাইকেল গুলিতে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য সুযোগ সুবিধা। ৬০ কিলোমিটার পর্যন্ত রাইডিং রেঞ্জ সহ এই ই-সাইকেলগুলি শহরের পরিসীমার ভিতরে যাতায়াতের জন্য একদম উপযুক্ত। এছাড়াও ব্লুটুথ কানেক্টিভিটি সহ নিরাপত্তা নিশ্চিত করার জন্য রয়েছে একটি সুরক্ষিত RFID কী লকিং মেকানিজম। নিরাপত্তা এবং আরামদায়কতার জন্য সাসপেনশন এবং ডিস্ক ব্রেকও রয়েছে সাইকেলগুলিতে।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হক অর্থবহ