Daily

সৌমিত্র গাঙ্গুলি , পশ্চিম বর্ধমানঃ আসানসোলের জামুড়িয়ায় ভেঙে পড়ল ১ লক্ষ ৭৫ হাজার গ্যালনের জলের ট্যাঙ্ক। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আর.এন কোলোনি সংলগ্ন এলাকায়। মঙ্গলবার রাত্রে ঘটনাটি ঘটে।কোন প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয়রা ।
চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বনাথ সাঙ্গুই জানান, বাম আমলে এই জল ট্যাঙ্কের সাহায্যে জল সরবরাহ করা হত প্রত্যন্ত এলাকায়। বিগত ১৫ বছরের বেশি সময় ধরে এই জলের ট্যাঙ্ক থেকে জল সরবরাহ বন্ধ ছিল।ইতিমধ্যে কোন রকম সংস্কারের কাজও হয় নি । জানা যায় গত সোমবার থেকে এই ট্যাংকে জল ভরার কাজ চলছিল।মঙ্গলবার রাত্রে ১ঃ৩০ নাগাদ এই জলের ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জলের ট্যাঙ্ক চালু হলে এলাকায় জলের সমস্যা থাকত না । জলের ট্যাঙ্ক ভেঙে যাওয়ায় কার্যত হতাশ তাঁরা।