Market

আপনি কি জনধন অ্যাকাউন্ট হোল্ডার? তবে আপনার জন্য রইলো সুখবর। প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় থাকা গ্রাহকদের জন্য রইলো ১.৩০ লক্ষ টাকা পাওয়ার সুযোগ। কিভাবে আপনিও পেতে পারেন সেই সুবিধা? বিস্তারিত জানুন এইখানে।
প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টে থাকা ব্যাক্তি একাধিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এবার সেখানেই যুক্ত হলো আরও একটি পালক। এই অ্যাকাউন্টের গ্রাহককে, ১লক্ষ তাজার দুর্ঘটনা বীমা ও ৩০ হাজার টাকা জেনারেল ইন্স্যুরেন্স দেয়া হয়ে থাকে। অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার দুর্ঘটনার কবলে পড়লে পাবেন ৩০ হাজার টাকা এবং দুর্ঘটনায় মৃত্যু হলে পাবেন ১ লক্ষ টাকা। ন্যূনতম বয়েশ ১০ হলে এবং আপনি ভারতের নাগরিক হলে, এই জনধন অ্যাকাউন্ট যোজনায় নাম নথিভুক্ত করতে পারেন।
জনধন অ্যাকাউন্ট গ্রাহকদের, অ্যাকাউন্টে মিনিমাম ব্যালান্স রাখা আবশ্যক নয়। সাথে মিলবে সুদও। এই যোজনার আওতাভুক্ত যে গ্রাহকদের রুপে কার্ড আছে, তারা পাবেন ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা। সুবিধা পেতে আজই রেজিস্ট্রেশন করিয়ে নিন এই যোজনায়।
ব্যুরো রিপোর্ট