Daily

পরীক্ষার দিন তো ঘোষণা হয়ে গিয়েছে। এখন সেই পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীরা আবেদন করবেন কিভাবে, জানেন তো? রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে আগামী ২৩ এপ্রিল,২০২২। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং ফার্মাসিউটিক্যালস পড়ার এই সুবর্ণ সুযোগ। হাতছাড়া করে দেবেন নাকি? কিভাবে পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন সব জানুন, বিস্তারিত।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান শাখার পড়ুয়া হতে হবে। আর তেমনটা হলে, দেরি না করে আগামী ১০ জানুয়ারির মধ্যে আবেদন করে ফেলতে হবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসয়াল ওয়েবসাইট থেকে। লিংক www.wbjeeb.nic.xn--in-fuf প্রার্থীদের অবশ্যই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। মনে রাখবেন, অন্য কোনও সূত্র মারফত্ প্রেরিত আবেদনপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না। জেনারেলদের আবেদন ফি ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর আবেদন ফি রাখা হয়েছে ৪০০ টাকা।
পরীক্ষার্থীদের ন্যুনতম বয়স ১৭ হতে হবে। বয়সের উচ্চসীমা নিয়ে তেমন কড়াকড়ি নেই। তবে ‘মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে’র ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ বছর বয়স পর্যন্ত পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কি কি নথি লাগবেন জানেন কি? ফর্ম ফিল আপ করতে প্রথমেই একটি ভ্যালিড মেইল আইডি এবং ভ্যালিড ফোন নম্বর থাকতে হবে। এছাড়াও প্রার্থীর পাসপোর্ট সাইজের বর্তমান ছবি যার সাইজ ৩-১০০কে.বি.- এর মধ্যে হতে হবে। ৩-৩০কেবি সাইজের সিগনেচারের স্ক্যান করা ছবি তৈরি রাখতে হবে। বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সহ বিভিন্ন ডকুমেন্ট সার্টিফিকেট সহ আবেদনপত্রটি জমা করতে হবে।
এবার জেনে নেওয়া যাক পরীক্ষার প্যাটার্ন কেমন হবে! প্রার্থীদের বাছাই করা হবে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। লিখিত পরীক্ষার তারিখ ২৩ এপ্রিল,২০২২। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার বিভিন্ন সেন্টারে পরীক্ষা নেওয়া হবে। অঙ্ক বিষয়ে পরীক্ষা হবে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত। মোট ১০০ নম্বরের ৭৫টি প্রশ্নপত্র থাকবে। বেলা ২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয়ের পরীক্ষা হবে। ফিজিক্সে ও কেমিস্ট্রিতে মোট ৫ ০ নম্বরের ৪০টি প্রশ্ন থাকবে। সমস্ত বিষয়েই প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে।
ব্যুরো রিপোর্ট