Jobs

অনলাইনে কেনাকাটার বহর যা বেড়েছে তাতে ডেলিভারি বয়ের চাহিদাও যে রমরমা, সে কথা বলাই যায়। আর্থিক মন্দার বাজারে, পরিবারের নড়বড়ে খুঁটি মজবুত করতে আমাজানের ডেলিভারি বয়ের চাকরি করে ভালো টাকা রোজগার করুন। প্রথাগত ৯ ঘন্টার ডিউটি নয়, আপনার সুবিধে মতো ৪ ঘন্টা বেছে নিন, আর মাস গেলে মোটা টাকা রোজগার করুন।
তেমন কোনো ঝামেলা নেই। এক্ষেত্রে স্কুল পাসের সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লাই করা যাবে। ১০-১৫ কিলোমিটার দূরত্বে প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। প্রতিদিন ১০০-১৫০ টি প্যাকেট ডেলিভার করতে হবে।
ইচ্ছুক ব্যক্তিরা https://logistics.amazon.in/applynow লিংকে ক্লিক করে আবেদন করতে পারেন। আবেদনকারীর অবশ্যই নিজস্ব টু হুইলার এবং তার ইন্স্যুরেন্স করানো থাকতে হবে।
ব্যুরো রিপোর্ট