Daily

ঘূর্ণিঝড় আসে, ঘূর্ণিঝড় যায়। রেখে যায় এক পৃথিবী হতাশা। প্রশ্নের মুখে থাকে মানুষ থেকে পশু-পাখিদের আশ্রয় ও অন্ন সংস্থান। অভিনব উদ্যোগে এগিয়ে এলো কলকাতা কর্পোরেশন। পাখিদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করতে পোঁতা হলো একাধিক গাছ।
আমফান কেড়েছে মহানগরীর প্রায় ১৪ হাজার গাছ। যশে হারিয়েছে প্রায় ৪০-৫০ টি গাছ। ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার নিম ও দেবদারু গাছ লাগিয়েছে কর্পোরেশন। এখন পাখিদের খাদ্যাভাসের কথা মাথায় রেখে লাগানো হচ্ছে কাঁঠাল, সবেদা, জাম, পেয়ারা, কুল, আমলকির মতো বিভিন্ন ফলের গাছ। পৌরসভার উদ্যান বিভাগ ২৫হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে যার মধ্যে প্রথম ধাপে ৫০০০ গাছের চারা পোঁতা সম্পূর্ণ করা হয়েছে।
মহানগরের আকাশে উড়ে বেড়ানো পাখি, খাদ্যসংকটে উড়ে যাচ্ছিল ভিন রাজ্যে। তবে পুরসভার এই উদ্যোগের পর ফিরে আসবে তারা, বজায় থাকবে বাস্তুতন্ত্র ও জীবভারসাম্য বলে মনে করছেন পরিবেশ বিজ্ঞানীরা।
ব্যুরো রিপোর্ট