Daily

মানস আদক, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার বড়হাট এলাকায়, ৮ টি তাজা বােমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বোমা উদ্ধার কে ঘিরে ইতিমধ্যে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে শুরু হয়েছে চাপানউতর। এর আগেও পটাশপুরের একাধিক জায়গা থেকে বােমা উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে পটাশপুর ১ নং ব্লকের বড়হাট গ্রামের একটি ঘন জঙ্গলের মধ্যে ৮ টি তাজাবােমা পড়ে থাকতে দেখেন এলাকায় বাসিন্দারা। এরপর ঘটনাটি জানাজানি হতেই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তারপর তারা বােমাগুলিকে উদ্ধার করে জলে ডুবিয়ে নিষ্ক্রি়য় করে থানায় নিয়ে যান । তবে এই ঘটনায় কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ৷
ওই ঘটনায় রাজ্যের শাসকদলের দিকে আঙুল তুলেছে বিজেপি। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, পটাশপুর সহ একাধিক এলাকায় প্রতিদিনই বােমা পাওয়া যাচ্ছে। ওই সমস্ত এলাকায় শাসকদলের মদতেই বােমা মজুত করা হচ্ছে, এটা জলের মতো স্পষ্ট। তাছাড়া এরাজ্যের পুলিশ প্রশাসন আগে স্বাধীনভাবে কাজ করতে পারতাে না। তাই বােম- বন্দুক উদ্ধার করতে অক্ষম থাকত। কিন্তু এখন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আসার পরে তারা বােম-বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়েছেন।