Market
বি পি এন ডেস্কঃ একদিকে তেলের মূল্যবৃদ্ধি যখন সাধারণের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, তখন অন্যদিকে তেলের চাহিদা বজায় রাখতে বড় উদ্যোগ নিল দেশের দ্বিতীয় বৃহত্তম তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম। ভবিষ্যতে পেট্রোল-ডিজেলের জোগান বৃদ্ধির কথা মাথায় রেখে বিপিসিএলের বড়সড় লগ্নির সিদ্ধান্ত রাজ্যে।
বজবজ এবং হলদিয়ায় কোম্পানির যে তেল মজুতের পরিকাঠামো রয়েছে, তারই উন্নয়নের স্বার্থে ভারত পেট্রোলিয়াম খরচ করল ২৫০ কোটির বেশি। বর্তমানে, আগের চেয়ে দ্বিগুণ তেল ধরে রাখার ক্ষমতা থাকবে বজবজ টার্মিনালের। এর ফলে রাজ্যের আরও বহু জায়গায় তেলের জোগান আরও সহজ হবে বলে জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে। এই টার্মিনাল উন্নয়ন খাতে খরচ হয়েছে ১৬৭ কোটি টাকা। এছাড়াও হলদিয়ার বন্দর থেকে ডিরেক্ট টার্মিনালে তেল পৌঁছবার জন্য তৈরি করা হয়েছে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ একটি পাইপলাইন। এই খাতেও সংস্থার খরচ পড়েছে প্রায় ৯৭ কোটি টাকা।
তেলের পাশাপাশি এই সংস্থার নজর আছে সিএনজি জোগানের ওপরেও। তার জন্য বেঙ্গল গ্যাস এবং গেলের সঙ্গে হাত মিলিয়ে কলকাতায় চালু হয়েছে ১৩ টি সিএনজি পাম্প। সব মিলিয়ে তেলের জোগানে ঘাটতি না তৈরি করার জন্য ভারত পেট্রোলিয়ামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিল্পমহল।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ