Prime
Trending
চিরতরে বন্ধ হচ্ছে ১০০ বছরের পুরনো পুঁটীরাম
By BPN DESK | June 24, 2024
WordPress database error: [Unknown column 'insertionMethod' in 'where clause']SELECT * FROM nex_xyz_ips_short_code WHERE insertionMethod = 1 AND status = 1
Trending
৪৬/৪ মহত্মা গান্ধী রোড। পুঁটীরাম। কোলকাতার মানুষজনের কাছে শুধু একটা দোকান নয়। ইমোশনের জায়গা। সরভাজা, প্রাণহরা, সরপুরিয়া থেকে কচুরি, মিষ্টি বা নোনতার জন্য একডাকে সকলে ছুটে গিয়েছেন সেখানে।
এবার সেই অর্ধশতাব্দী পুরনো দোকান চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। নেপথ্যে, মালিকের অসুস্থতা। আমহার্স্ট স্ট্রিট এলাকার সেই মিষ্টান্ন ভাণ্ডারের মালিক পরেশ মোদক নাকি গুরুতর অসুস্থ। একমাত্র ছেলে মুম্বই নিবাসী। দোকানের মালিকানা কার হবে? কে সামলাবেন শতাব্দী প্রাচীন এই ব্যবসা? আর এই দো-টানায় বন্ধ হয়ে যাচ্ছে পুঁটীরাম।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ